প্রবাসীদের অর্থায়নে আঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্হার উদ্যোগে রমজান ফুডপ্যাক বিতরন

স্টাফ রিপোর্টারঃ প্রবাসীদের অর্থায়নে সিলেটের বিয়ানীবাজার উপজেলার সমাজসেবামূলক সংগঠনআঙ্গুরা মোহাম্মদপুর উন্নয়ন সংস্হার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে গরীব দু:খী অসহায় মানুষের মাঝে নিত্যপন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
গতকাল মোট ১৮৫ টি পরিবারের মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন স্থানীয় মানুষজন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে মো. লেইচ উদ্দিনর সভাপতিত্ব ও কফিল উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিশিষ্ট সমাজ সেবক হানিফুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইচ উদ্দিন, মাখন মিয়া,কালাম উদ্দিন, শাহিন আহমদ, হাফিজ আবদুল ফাওাহ, লিকচন আহমদ, অহিদ উদদীন, মো. মাহতাব উদ্দিন পিন্টু আহমদ ইকবল আহমদ সহ অনেকে ।

এসময় সম্মানিত অতিথিরা বলেন, সমাজে মানবতার ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় মাহে রমজানের রোজার যথেষ্ট গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। প্রত্যেক মানুষের যে সম-অধিকার রয়েছে, প্রকৃত রোজাদার ব্যক্তি তা উপলব্ধি করতে পারেন এবং সমাজের গরিব মানুষের প্রতি খুবই সদয় ব্যবহার করেন।
রমজান মাসে যারা এই দান সদকা করেছেন কেয়ামতের দিন তারা এই প্রতিদান পাবেন।
বক্তারা বলেন,যারা বিত্তবান আছেন আল্লাহর দিকে থাকিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *